Qshop App

গতকাল ১২ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ জামেয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে উপরোক্ত সংগঠনের সভাপতি আল্লামা শাইখ মুফতি এ,টি,এম নূর উদ্দিন যাংগী নকশবন্দী আল-কাদরি রেজভী (মাঃজিঃআঃ) এবং সংগঠনের
যুগ্ম মহা সচিব মাওলানা নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায়  বক্তব্য রাখেন উক্ত সংগঠনের মহা সচিব এড. মোঃ মুজিবুর রহমান চৌধুরী, এডঃ মোঃ শাহ নূর উদ্দিন, মাও. ফরিদ উদ্দিন মাসউদ, ম্যানাজার মোঃ চান মিয়া মাও. হাবিবুর রহমান, মাও. মুজিবুর রহমান, মাও, ফখরুদ্দিন, মাহবুবুর রহমান, ম্যাডাম সানজিদা চৌধুরী, ইমরানা আক্তার, মনিরা চৌধুরী প্রমূখ।
এদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ মার্চ বাদ মাগরিব হতে মধ্যরাত পর্যন্ত হবিগঞ্জ শহরের ইনাতাবাদস্থ নুর মোহাম্মদ কমপ্লেক্স এর নীচতলায় দারুল ইরফান কাদরিয়া দরবার শরীফে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *