Qshop App

পবিত্র মিরাজ শরীফে মহান আল্লাহর দাওয়াতে মহানবী (সাঃ), আরশে আজিমে গিয়ে স্বশরীরে আল্লাহ পাকের সাথে আনুষ্ঠানিক দিদার লাভ করেছেন এবং আপন চর্মচক্ষু মোবারক দ্বারাই আল্লাহকে দেখেছেন।

পবিত্র মিরাজ শরীফের তাৎপর্য সভায় মুফতিয়ে আজম আল্লামা নুর উদ্দিন জংগী নকশেবন্দি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের সঞ্চালনায় উক্ত মাহফিলে বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফী, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ সদস্য সচিব কেন্দ্রীয় আহবায়ক কমিটি মাওলানা ক্বাজী এম এ করিম, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি হুমায়ূন রেজা, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি মোবাশ্বির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম সিদ্দিকী, ইনাতাবাদ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস শহীদ, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তৈয়্যব  মোজাহিদী ও যুগ্ম সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, মাওলানা তোফাজ্জল হোসেন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এমাদুল্লাহ, হাফেজ আব্দুল ওয়াদুদ, মাওলানা আতাউর  রহমান, মাওলানা আব্দুর রহিম, আলহাজ্ব জালাল মিয়া, খন্দকার আবু তাহের, মৌলভী আব্দুল জব্বার, ক্বারী আল আমীন, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী নুর মোহাম্মদ, আব্দুর রশিদ, কিতাব আলী, সিরাজ মিয়া ও শওকত আলী প্রমূখ। বক্তাগন বলেন, পবিত্র মিরাজে নবীজি (সঃ) স্ব-শরীরে আল্লাহর দিদার লাভ করেছেন এ কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *