Qshop App

বিগত ২৬ সে মার্চ শুক্রবার বাদ ইশা জামেয়া নুর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসায় হযরত ইমাম হুসাইন রাঃ ও ইমাম আহমদ রেযা খান রঃ সুন্নী মিশন বাংলাদেশের উদ্যোগে, সুন্নি মিশন সভাপতি বিশ্ব নন্দিত মুফতিয়ে আযম মুরশিদে বরহক অধ্যক্ষ আল্লামা শাইখ আবু তাইয়্যিব মোঃ নুর উদ্দিন নকশবন্দী আলক্বাদরী রেজভী (মাঃজিঃআঃ)এর সভাপতিত্বে এবং উক্ত মাদ্রাসার নাযিম আরবি শিক্ষক মিশনের প্রশিক্ষণ সম্পাদক মাওঃ নোমান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে, পবিত্র লাইলাতুল মুবারাকা বা শবেবরাত তাৎপর্য আলোচনা মাহফিল ও প্রশ্ন উত্তরের ইসলামী লাইভ অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক ও মিশনের সাহিত্য সম্পাদক মাওঃ সোহাগ আহমদ ক্বারী ছাহেবজাদা নুর মোহাম্মদ ইমরান যুগ্ন সাধারণ সম্পাদক উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটি ও দপ্তর সম্পাদক উক্ত সুন্নী মিশন বাংলাদেশ।


এতে বক্তব্য রাখেন মাওঃজহিরুল ইসলাম যুগ্নমহা সচিব অত্র সুন্নী মিশন বাংলাদেশ। মাওঃ ফরিদ উদ্দিন মাসউদ সহ সভাপতি উক্ত সুন্নী মিশন বাংলাদেশ। হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওঃ মোসাব্বির হোসাইন অর্থ সম্পাদক উক্ত সুন্নী মিশন বাংলাদেশ, হাফিজ শাহ আলম সদস্য সুন্নি মিশন বাংলাদেশ। হাফিজ রহমত আলী, মাওঃ মুজিবুর রহমান প্রেসিডিয়াম সদস্য উক্ত সুন্নী মিশন বাংলাদেশ। উপস্থিত ছিলেন মাওঃআঃ আহাদ প্রেসিডিয়াম সদস্য উক্ত সুন্নী মিশন বাংলাদেশ , আলহাজ্ব মোঃমুজিবুর রহমান লন্ডন প্রবাসী প্রেসিডিয়াম সদস্য সুন্নি মিশন বাংলাদেশ। জনাব মোঃ চান মিয়া সাংঘটনিক সম্পাদক উক্ত সুন্নী মিশন বাংলাদেশ।

বক্তগন আহলে হাদিস নামক ফেতনা বাজ মৌলভীদের কে প্রতিহত করে তিনশত ষাট আউলিয়ার পৃন্যভুমি বাংলাদেশের মানুষের ধার্মীয় অনুভূতিতে আঘাত বন্ধ করার দাবী জানান। সভাপতির ভাষনে আল্লামা যাংগী সাহেব বলেন ওয়াহাবীদের জগন্যতম ফতোয়া বাজী বন্ধ না করলে ওরা বাংলাদেশ কে একটি অকার্য্যকার রাষ্টে পরিনত করে ফেলবে।যিকির আযকার মিলাদ মাহফিল শেষে বিশ্ব মুসলমানের কল্যান কামনা করে মুনাজাত করেন,আল্লামা যাংগী সাহেব।

লাইভ মাহফিলটি দেখুন।
লাইভ প্রশ্নোত্তর পর্বটি দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *