Qshop App

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স) এর রওজা শরীফ ভাঙ্গার পায়তারর প্রতিবাদে ও ডক্টও মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জমাত ঐক্য পরিষদের উদ্যোগে স’ানীয় পৌরসভা মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। অধ্যক্ষ মুফতি আবু তাইয়্যিব মোঃ নূরউদ্দিন জংগী’র সভাপতিত্বে সভায় বক্তৃতা করেণ মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা এম এ মজিদ, মাওলানা আলকাদরী আর ওয়াহেছী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু ত্যৈয়ব মোজাহিদী, মাওলানা আব্বাছ আলী প্রমূখ। বক্তারা বলেন বিশ্ব নবী হযরত মোহাম্মদ  (স) এর প্রবিত্র রওজা শরীফ ইসলামের  শত্রুদে হাতে   কখনো ভাংতে দেয়া হবেনা। প্রয়োজনে রক্তদিয়ে রওজা শরীফ রক্ষা করবো এবং অভিলম্বে ফারুকী হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *