Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
বাহুবলের সোয়াইয়া গোলজারে মদিনা সুন্নী কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক দস্তারবন্দী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্র“য়ারি সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শেখ মুফতি নজরুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি অধ্যক্ষ এটিএম নুর উদ্দিন জংগী নকশে বন্দী আল ক্বাদরী (মাঃ জিঃ আঃ)। উক্ত সম্মেলনে হিফজ শাখার হাফেজ ও ইউসুফীয়া দারছুল কোরআন ট্রাস্টের অধীনে অনুষ্ঠিত ক্বিরাত ও তাজবীদের ছাদীস জামাতের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ক্বারীদের সনদ ও পাগড়ি প্রদান করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তকরীর পেশ করেন ঢাকা নারিন্দা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আল্লামা আবু জাফর মোঃ হেলাল উদ্দিন। ঈমান, আক্বীদা ও আমলের উপর বক্তব্য রাখেন মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলানা ঢাকার মুফতি তফাজ্জুল হক হানাফী, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ হবিগঞ্জের মহাসচিব মাওলানা ক্বাজী এমএ করিম, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ, মাওলানা মোবাশ্বির উদ্দিন, মাওলানা শফিকুর রহমান তালুকদার, মাওলানা রজব আলী রেজভী, মাওলানা আব্দুল হাই আশিকী, মাওলানা নুরুন্নবী, মাওলানা দেলোয়ার হোসেন জিহাদী, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফখরুদ্দিন ও মাওলানা ছাইফুল ইসলামসহ উলামায়ে কেরামগণ। সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা নুর উদ্দিন জংগী নকশেবন্দী আল ক্বাদরী বলেন, ইসলামের নাম নিয়ে যারা খুন ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে তারা মুসলিম হতে পারে না। আজ বিশ্বজুড়ে মুসলিম জাতির লাঞ্ছিত হওয়ার পেছনে অন্যতম কারণ হল সন্ত্রাসবাদে জড়িয়ে পড়া। যারা রাসুলের শানে বেয়াদবী করে তারা হচ্ছে মুনাফেক। তিনি বাংলাদেশের কোটি কোটি ঈমানদার সুন্নী জনতাকে সাথে নিয়ে তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *