Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
ইউসুফিয়া দারসুল কোরআন ট্রাস্ট বাংলাদেশ এর দস্তারবন্দী সম্মেলন গত বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ ইনাতাবাদ জামেয়া নুর-ই-আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মাওলানা মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশ্ব নন্দিত মুফতিয়ে আজম আল্লামা অধ্যক্ষ নুর উদ্দিন জংগী নকশেবন্দী আলকাদরী (মাঃ জিঃ আঃ)। বিগত ২০১৮ সালের জামাতে ছাদিছ এর চুড়ান্ত পরিক্ষায় উত্ত্বীর্ন ক্বারীদের পাগড়ী পড়িয়ে দেন আল্লামা নুর উদ্দিন জংগী। উক্ত ক্বেরাত বোর্ডে শ্রেষ্ঠ ক্বারী নির্বাচিত হন মাওলানা ক্বারী নোমান আহমদ। আল্লামা নুর উদ্দিন জংগী নকশেবন্দী আলক্বাদরী লিখিত আরবী, বাংলা ও উর্দূ ইলমে তাজবীদ গ্রন্ত্র মিসবাহুল আমান ফি তিলাওয়াতিল কোরআন এর খুছুছিয়াত বা অন্যান্য বৈশিষ্ট নিয়ে এবং প্রবিত্র শবে-বরাতে তাৎপর্য্য আলোচনা করেন মুফতি রফিকুল ইসলাম, মুফতি শেখ নজরুল ইসলাম সিদ্দিকী, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওলানা নোমান আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু তৈয়ব মোজাহিদি, মাওলানা হাফিজ মোছাব্বির হোসেন, মাওঃ ক্বারী বায়জীদ আহমদ, মাওঃ ক্বারী শাহ আলম, সাইফুল ইসলাম, মাওঃ বিলাল আত্তারী, রাসেল আত্তারী, মাওঃ ক্বারী ইমদাদ উল্লাহ, মাওঃ হাফেজ ক্বারী আবুল কাশেম, হাফেজ নিজাম উদ্দিন, ক্বারী আব্দুল্লা প্রমুখ। শবে-বরাতের তাৎপর্য নিয়ে ইংরেজিতে বয়ান করেন সাহেবজাদা ক্বারী নুর আহমদ ইমরান। নাত মাহফিল গিয়ারবী শরিফ দরুদে নারীয়া পাঠ ও মিলাদ মাহফিল মোনাজাত ও তাবারক বিতরনের মাধ্যমে পরে বিশ্ব মুসলমানের শান্তি কামনা করে সভার সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *