Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥ নাস্তিক ব্লগারসহ কোরআন, ইসলাম ও নবী করিম (সঃ) এর অবমাননার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে ২৭ এপ্রিলের সুন্নী মহাসমাবেশকে সফল করার অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বাহুবল উপজেলার ডোবাঐ বাজারে এক পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা নুর উদ্দিন জঙ্গী। পথসভা চলার এক পর্যায়ে স্থানীয় ওয়াহাবী মতাদর্শে বিশ্বাসী ও হেফাজতে ইসলামের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা প্রচার কার্যে ব্যবহৃত গাড়িও ভাংচুর করে। হামলাকারীরা তখন নেতা-কর্মীদের জিম্মি করে আল্লামা নুর উদ্দিন জঙ্গীসহ মাওলানা জহিরুল ইসলাম, এস এম সারওয়ার, মাওলানা আবু তাহের, গাড়িচালক মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা নিজাম উদ্দিন ও সুমনকে আহত করে। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে সুন্নী নেতা-কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে তাৎক্ষণিক ভাবে হবিগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল বের করে আহলে সুন্নাত ওয়াল জামাত। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানা মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মাওলানা আব্দুল মোহিত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, “দেশে ঈমানদার মুসলমান যখন নাস্তিক, মুরতাদ, ব্লগারসহ নবী-রাসুল (সঃ), সাহাবা ও অলি আউলিয়াকে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির এক দাবীতে অবিচল আন্দোলনের ময়দানে আছে ঠিক তখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের এ জাতীয় আন্দোলনকে অন্যভাবে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্রে শান্তিপূর্ণ সভায় হামলা করেছে নাস্তিক ব্লগারদের দোসর ওয়াহাবী ও হেফাজতিরা। বক্তাগণ বলেন, এই ওয়াহাবী, তাবলীগি ও হেফাজতিরাই মূলতঃ আল্লাহ, নবী-রাসুল ও কোরআনের অপব্যাখা, সাহাবাদের সমালোচনা এবং অলি-আউলিয়াদের বিরুদ্ধে বিরূপ-বিকৃত মন্তব্য করে নাস্তিক ব্লগারদের সাহস যুগিয়েছে। আমরা নাস্তিক ব্লগারদের পাশাপাশি ছদ্মবেশী ইসলাম বিকৃতিকারী, ওয়াহাবী, মওদুদীবাদী ও হেফাজতিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ গোলাম সরওয়ার, মাওলানা সোলাইমান খান রব্বানী, কাজী আব্দুল জলিল, মোঃ তাজুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, তৈয়ব আলী, নুরুল আমিন, মাওলানা সাইফুল মোস্তফা, খন্দকার সোহেল আহমদ, মাওলানা আজিজুল ইসলাম খান, কাজী আবুল খায়েল শানু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *