Qshop App

আব্দুল মজিদ শেখ, বাহুবল ॥ হেফাজতে ইসলামের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে সন্ধ্যার পর পথ সভায় বক্তব্য দেয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মাওঃ নূর উদ্দিন জঙ্গী বিক্ষোব্ধ জনতার রোষানলে পড়ে বক্তব্য অসমাপ্ত রেখেই মঞ্চ থেকে নেমে পার্শ্বের একটি দোকানে ঢুকে আত্মরক্ষা করেন। এসময় বিক্ষোব্ধ জনতা দোকান ঘর অবরোদ্ধ করে রাখেন এবং তাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মহাসড়কে সহস্রাধিক জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় বিক্ষোব্ধ জনতা তার ব্যবহৃত হাইয়েস কারের গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি জালাল উদ্দিন ভূইঁয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বিক্ষোভকারীদের শান্তনা দেয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এর পর পরই বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বাহুবল হেফাজতে ইসলাম নেতা মাওঃ আব্দুল খালেকসহ নেতৃবৃন্দের সাথে কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ নুর উদ্দিন জঙ্গীকে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোব্ধ জনতা কিছুটা নমনীয় হন। এ সুযোগে মাওঃ নুর উদ্দিন জঙ্গীকে পুলিশের পিকআপ ভ্যানে করে বাহুবল থানায় নিয়ে আসে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার সাথে সাথেই বাহুবলের বিক্ষোব্ধ জনতা বাহুবল থানা ঘেরাও করে রাখে এবং সরকারের দালাল বলে জঙ্গীর বিরুদ্ধে শ্লোগান দেন। হবিগঞ্জে অনুষ্ঠিতব্য নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সমাবেশ সফল করতে মাওঃ নূর উদ্দিন জঙ্গী ডুবাঐ বাজারে পথ সভায় বক্তব্য রাখছিলেন। এ পথ সভার আয়োজন করেন স্থানীয় হিলালপুর গ্রামের ইমান আলী সহ স্থানীয় কয়েকজন। আজ বৃহস্পতিবার বাহুবলে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *