Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
আহলে সুন্নাত ওয়াল জামাত ধুুলিয়াখাল আঞ্চলিক শাখার উদ্যোগে জশনে জুুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। গতকাল কাল রবিবার সকাল ১০টায় ধুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল ও বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। মাইটিভির ভাষ্যকার মুফতি মাওলানা সরওয়ার ফেরদাউস খান এর সভাপতিত্বে এবং মোঃ আব্দুল মালেক ও জামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জুলুছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ব নন্দিত মুফতিয়ে আযম, তুর্কিস্থান ও লন্ডন সফরের পর স্বদেশ প্রত্যাবর্তনকারী সাহাবীয়ে রাসুল হযরত আবু আইয়ূব আনছারী (রাঃ), হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ), সুফি সম্রাট হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি (রহঃ) ও তার মুর্শিদ শামছুদ্দিন তিরবিজি (রহঃ) এর মাজার জিয়ারত এবং ইস্তাম্বুলে অবস্থিত বিশ্ব বিখ্যাত তুফখাফি মিউজিয়ামে সংরক্ষিত নুর নবীজির দাড়ি মোবারক, লাঠি মোবারক, আংটি মোবারক, না’লাইন শরীফ, হযরত মুছা (আঃ) এর লাঠি, হযরত আলী (রাঃ) জুলফিকার তরবারী, হযরত ফাতেমা (রাঃ) এর জুব্বা মোবারকসহ অসংখ্য বরকতমহ স্মৃতি সমূহ দর্শনকারী অধ্যক্ষ মুফতি আল্লামা এটিএম নুর উদ্দিন জংগী নকশেবন্দি আলকাদরী (মাঃ জিঃ আঃ)। এ সময় তিনি বলেন, জুলুছ মিলাদকে নিয়ে যারা শিরক বেদাত নাজাইজ ফতোওয়া বাজি করে ওরা খারিজি ওয়াহাবী পথভ্রষ্ট, নবীজির শুভাগমনে খুশি হয়ে জুলুছ বা আনন্দ মিছিল করা মদিনা বাসী আনছার সাহাবীগনের সুন্নাত। এতে দেশ বরেণ্য বহু সুন্নী ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠিত জুলুছ ধুলিয়াখালের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে তেমুনিয়া জামে মসজিদে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিমের শান্তি কামান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *