Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মুফতি আল্লামা আবু তাইয়্যিব মুহাম্মদ নুরুদ্দিন জংগী নকশবন্দী আলক্বাদরী গত ১৯ আগস্ট বিকাল ৪ঘটিকায় ভারত সফর সফরে গেছেন। তিনি দিল্লী, আজমীর শরীফ, বেরলভী শরীফ, শেরহীন শরীফ, আলা হযরত আহমদ রেজা খাঁন (রঃ) মাজারসহ খাজা আজমেরী (রঃ) মাজার শরীফ জিয়ারত করবেন। সময় সল্পতার জন্য সবার সাথে সাক্ষাত করতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের সকল মানুষসহ ফিলিস্তিনি মুসলমানের জন্য অলী-আউলিয়ার মাজারে দোয়া প্রার্থনা করবেন। তিনি যাহাতে সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারেন সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তার সাথে সফর সঙ্গী হিসাবে রয়েছেন দক্ষিন সুনামগঞ্জ আমরীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা ক্বারী জয়নুল আবেদীন সিদ্দিকী ও জগন্নাতপুরের মোঃ জাহাঙ্গীর উদ্দিন রুহেল। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *