Qshop App

বিগত ২৭শে অক্টোবর সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে ইমাম হুসাইন (রা:) ও ইমাম আহমদ রেজা খান (র:) সুন্নী মিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উৎযাপন ও উরসে আলা হযরত পালন উপলক্ষে, আন্তর্জাতিক সুন্নী কনফারেন্স ২০ইং অনুষ্টিত হয়েছে।

অত্র সুন্নী মিশনের সভাপতি, বিশ্ব নন্দিত মুফতিয়ে আযম, মুর্শিদে বরহক্ব, অধ্যক্ষ আল্লামা মুফতি এ টি এম নূর উদ্দিন যাংগী, নকশবন্দী আলক্বাদরী (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী নোমান আহমদ এর পরিচালনায় উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের গদিনশিন পীর, হযরত মাওলানা সৈয়দ হাফেজ জিয়াউল কামাল (যাকারিয়া সাহেব),
সহ সভাপতি উক্ত সুন্নী মিশন।
ওয়াজ করেন মাওঃ আহাদ সরকার, মাওঃ ফরিদ উদ্দিন মাসউদ,মাওঃ জহিরুল ইসলাম,মাওঃ মোবাশ্বির উদ্দিন আলক্বাদরী, মাওঃ রমজান আলী হেলালী, মাওঃ হাফেজ মোসাব্বির হোসাইন, মাওঃ শাহ আলম, মাওঃ দেলোয়ার হোসেন জিহাদী, মাওঃ বেলাল রেজা আত্তারী, মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ ফখরুদ্দীন, মাওঃ সোহাগ আহমদ, মাওঃ বায়েজীদ আহমদ প্রমূখ।
এছাড়া বহু সুধীবৃন্দ যথা: ম্যানেজার আঃ হাই, সুন্নী মিশন সহ সভাপতি গোলাম জিলানী শ্যামল চৌধুরী, সুন্নী মিশনের দপ্তর সম্পাদক ছাহেবজাদা ক্বারী নূর মোহাম্মদ ইমরান, ঢাকা ক্বাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল হাসান শান্ত, সুন্নী মিশনের প্রচার সম্পাদক হাসান চৌধুরী, জামেয়া নূর-ই আহমদিয়া এবং বহু সুন্নী মাদ্রাসার ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং যাংগী সাহেবের মুরিদ ভক্তবৃন্দগন উপস্থিত ছিলেন।
বক্তাগন, ইমাম আহমদ রেজা খান (র:) এর জীবনী ও আহলে বায়েতের মহব্বতের ও মিলাদুন্নবী (দ:) উৎযাপনের তাৎপর্য আলোচনা ও ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
সভাপতির ভাষণে আল্লামা নূর উদ্দিন যাংগী সাহেব বলেন, পবিত্র কোরআনে আল্লাহ কাফের-মুশরিক, মুর্তিপূজারীদের বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। বিশেষ করে ইহুদি ক্রিস্টানরা ইসলামের চির শত্রু তা তো সূরা ফাতিহার ওয়ালাদ দুয়াল্লিনের তাফছিরে জ্বলন্ত প্রমাণ। উক্ত কনফারেন্সে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রুন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়, যাহা সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। সুন্নী মিশনের আন্তর্জাতিক সম্পাদক জনাব, আলহাজ্ব গোলাম রাশেদ হিমন চৌধুরী উক্ত মাহফিলে খতমে কোরআন ও তাবারুকের ব্যবস্থা করেন। খান্দুরা শরীফের পীর, আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ হাফেজ জিয়াউল কামাল সাহেবের মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

2 thought on “আউলিয়াগনের পুণ্যভূমি বাংলাদেশে যারা ঈদে মিলাদুন্নবী (দ:) পালন শিরক-বিদআত বলছে, তাদেরকে প্রতিহত করা ক্ষমতাসীন সরকারের ঈমানী এবং নৈতিক দায়িত্ব। ~ আল্লামা মুফতি নূর উদ্দিন যাংগী।”
  1. What抯 Happening i’m new to this, I stumbled upon this I’ve found It positively helpful and it has aided me out loads. I hope to contribute & help other users like its aided me. Great job.

  2. Thanks for ones marvelous posting! I actually enjoyed reading it, you happen to be a great author.I will make sure to bookmark your blog and definitely will come back very soon. I want to encourage you to ultimately continue your great posts, have a nice weekend!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *