Qshop App

গতকল্য ১৫/১১/২০ইং রবিবার বাদ ইশা, সায়্যিদিনা হযরত ইমাম হাসান (রা:) এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ইমাম হুসাইন (রা:) ও ইমাম আহমদ রেজা খান (র:) সুন্নী মিশন বাংলাদেশ এর উদ্যোগে, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া ইন্টারনেশনাল দাখিল মাদরাসার মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন, উক্ত সংগঠনের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ, অধ্যক্ষ আল্লামা মুফতি এ টি এম নূরউদ্দিন যাংগী, নকশবন্দী আলক্বাদরি (মা: জি: আ:)। মাও: নোমান আহমদের পরিচালনায়, মাহফিলে বক্তব্য রাখেন, জনাব মোঃ গোলাম জিলানী ওরফে শ্যামল চৌধুরী, সহ-সভাপতি উক্ত সুন্নি মিশন। মাওঃ ফরিদ উদ্দিন, মাসউদ সহ সভাপতি। মাওঃ জহিরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য। মাওঃ দিলোয়ার হোসেন জিহাদী, যুগ্ন মহাসচিব। ম্যানেজার চান মিয়া, সাংঘটনিক সম্পাদক। মাওঃ ডাঃ মাসুম বিল্লাহ, যুগ্ন সাংঘটনিক সম্পাদক। মাওঃ ফখরুদ্দীন যুগ্ন সাধারণ সম্পাদক। হাফিজ মাওঃ মোছাব্বির হোসাইন, অর্থ সম্পাদক। মাওঃ সোহাগ আহমদ, সাহিত্য সম্পাদক। মাওঃ বেলাল রেজাআত্তারী, সমাজ কল্যাণ সম্পাদক। মোঃ বায়েজিদ আহমদ সহ সমাজ কল্যাণ সম্পাদক। ছাহেব জাদা ক্বারী নূর মোহাম্মদ ইমরান, দপ্তর সম্পাদক। মোঃ নাজমুল হাসান শান্ত, সহ দপ্তর সম্পাদক। মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সহ প্রচার সম্পাদক। মোঃ বশির মিয়া, সদস্য। মোঃ কিম্মত আলী, প্রেসিডিয়াম সদস্য। মাওঃ জহিরুল ইসলাম আত্তারী, যুগ্ন সমাজ কল্যাণ সম্পাদক। হাফিজ মোস্তাক আহমদ সদস্য, হাফিজ শাকিল আহমদ সদস্য, হাফিজ মোস্তফা কামাল সদস্য,মাওঃ মোস্তাক আহমদ সদস্য, মাওঃ আশরাফুল ইসলাম আলকাদেরী, মোঃ কুতুব আলী সদস্য, হাফিজ শামসুল সদস্য, হাফিজ রহমত আলী সদস্য, হাফিজ ইমরান সদস্য, মোঃ মাহফুজ বিল্লাহ সদস্য, মোঃ আছগর আলী সদস্য, প্রমুখ।, বক্তাগন ফ্রান্সের এমানুয়েল ম্যাক্ৰন, ভারতের নরেন্দ্র মোদি সহ বিশ্বের সকল কাফের মুশরিকদের তীব্র নিন্দা ও ক্ষুভ প্রকাশ করেন। ইমাম আহমদ রেজা খানকে নিয়ে যারা সমালোচনা করে ওরা মুনাফিক বলে চ্যালেঞ্জ করেন।

সভাপতির ভাষণে আল্লামা নূরউদ্দিন যাংগী বলেন হবিগঞ্জের আহলে সুন্নাতকে যারা মৌরসী সত্ত্ব মনে করে, মন মত কয়জন চামচা নিয়েই হবিগঞ্জের লক্ষ লক্ষ নবী প্রেমিক সুন্নী জনতাকে সমন্বয় না করে আহলে সুন্নাতের নামে নানান পকেট সংঘটন তৈরি করে বড় বড় পদ আর চেয়ার নিয়ে প্রচারণা চালাচ্ছে, ওরাই হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটিকে দুর্বল করে দিয়েছে। লাখো লাখো সুন্নী জনতার সুন্নি ঐক্য পরিষদকেও নিজেদের বড় চেয়ারের লোভে ধংস করেছেন,অবশ্যই এ কুকর্মের হিসাব হাশরে দিতেই হবে। তিনি বলেন ছাত্র জীবন থেকেই মুখে-কলমে অর্থ দিয়ে যাহা করেছি সুন্নিয়তের জন্য, পদের জন্য নয়। লক্ষ লক্ষ টাকা পকেট থেকে উজাড় করে দিয়েছি বিখ্যাত হওয়ার জন্য নয়। আমি মদিনা ওয়ালার শান গেয়ে গেয়ে উনাদের অনেকের জন্মের আগেই পৃথিবী বিখ্যাত হয়েছি। ইমাম হুসাইন (রা:) ও ইমাম আহমদ রেজা খান (র:) এর নামে এই সংঘটনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য হলো, হবিগঞ্জের সুন্নী মানুষকে নিয়ে জীবনের আখেরি দিন গুলো সুন্নিয়ত তথা নবী ওলির পথে ব্যয় করা।

পরিশেষে মিলাদ শরীফ পাঠ, জিকির নাত ও মুনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণ ও করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর জন্য নাজাত কামনা করা হয়। তাবারুক বিতরণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *