Qshop App

সম্মানিত দেশে এবং প্রবাসে বসবাসরত মুসলমান ভাই-ভগ্নিগণ।
আমি আপনাদের প্রিয় যাংগী সাহেব বলছি। প্রথমেই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
করোনার কারণে আপনাদের সাথে দেখা-সাক্ষাত হলোনা, আসতে পারলাম না আপনাদের কাছে। আমি আপনাদের জন্য সর্বদাই মাহফিলে, গিয়ারভি শরিফে ও বিভিন্ন মাহফিলে দোয়া করিতেছি। আমি আপনাদেরকে ভুলি নাই, আপনারাও দোয়া করবেন ভুলবেন না।
আমি প্রতি বৎসরই গাউছুল আজম বড় পীর ছাহেব, খাজা গরিবে নেওয়াজ, হযরত শাহজালাল (রঃ) সহ বিশ্বের সকল আউলিয়া কিরামগণের স্মরণে, শরিয়ত মোতাবেক, ভন্ডামি মুক্ত ওরশ মোবারকের আয়োজন করে থাকি।
এ বৎসরও আগামী ১২ই ফেব্রুয়ারী বাদ আছর হইতে মধ্যেরাত পর্যন্ত হবিগঞ্জ শহরের ইনাতাবাদ জামে মসজিদ ও জামেয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদরাসা সংলগ্ন ময়দানে আন্তর্জাতিক ওরশ মোবারক মাহফিলের আয়োজন করিয়াছি। আল্লামা সৈয়দ ডক্টর ইরশাদ আল-বুখারী সহ বাংলাদেশের অসংখ্য পীর মাশায়েখ ও উলামায়ে কিরামগণ উপস্থিত থাকিয়া শানে আউলিয়া, জিকির ও করোনা মহামারী গজব তুলে নেওয়ার জন্য এবং বিশ্ব মুসলিমের কল্যান কামনা করা হইবে।

উক্ত ওরস মোবারকে আপনাদের সবাইকে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াব হাসিল করার জন্য দাওয়াত করা হইল।


আউলিয়াগনের তাবারুকে যে যেভাবে পারেন শরিক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
করোনার মছিবত থেকে আশ্রয়ের দোয়ায় আপনাদেরকে আর্থিকভাবে শামিল করাই আমার উদ্দ্যেশ্য।
A/C No: 17621010005947 SB. A.T.M NUR UDDIN
PRIME BANK HOBIGONJ BRANCH.
Bkash No: 01716388112 (Personal) Nagad No: 01716388112 (Personal)
Paypal and More: https://yousufiatrust.org/donate.html

One thought on “বিশ্ব ঔরসে আউলিয়া ২০২১ এর দাওয়াত নামা।”
  1. Howdy are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and set up my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be really appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *