Qshop App

বিগত ১২ ই ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল,আন্তর্জাতিক মহা পবিত্র ওরশে আউলিয়া ২১ ইং।

হযরত ইমাম হুসাইন (রাঃ) ও ইমাম আহমদ রেজা খান (রঃ) সুন্নী মিশন বাংলাদেশ ও জামেয়া নুর-ই আহমদিয়া সুন্নীয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদরাসার যৌথ উদ্যেগে ইনাতাবাদ জামে মসজিদ সংলগ্ন ময়দানে হযরত আল্লামা অধ্যক্ষ মুফতি শাইখ এ,টি,এম নুর উদ্দিন যাংগী (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে এবং মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ও মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে, শুভ উদ্বোধক ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির মহোদয় মাননীয় এম,পি হবিগঞ্জ-লাখাই -৩। প্রধান অতিথি হিসেবে বয়ান করেন জগৎ বরেণ্য ওলিয়ে কামেল আওলাদে রাসুল ড. আল্লামা ইরশাদ আল বুখারী ( মাঃজিঃআঃ), দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওলাদে রাসুল ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের সুযোগ্য উত্তরসুরী বর্তমান গদীনিশীন পীর ও মুরশিদ শাহ সুফী হাফিজ হযরত আল্লামা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব (মঃজিঃআঃ) খান্দুরা হাবিলি নাছিরনগর, বি-বাড়িয়া।
এছাড়াও ঢাকা,চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ ও বরিশাল থেকে আগত অসংখ্য সুন্নী উলামা মাশায়েখগন এতে উপস্থিত থাকিয়া নূরানী বয়ান পেশ করেন। আউলিয়াগনের মহান আদর্শ সুন্নী জামাতের গুরুত্ব বয়ান এবং বিশ্ব সন্ত্রাসী খারেজীদের মানবতাবিরোধী কুকর্ম থেকে সকলকে সতর্ক করেন। হাজার হাজার সুন্নী জনতার ঢল নামে ওরশ মাহফিলে। মিলাদ, না’ত, জিকির ও তাবারুক বিতরণ এবং বিশ্ববাসী মানবজাতীর কল্যাণ কামনা এবং করোনা ভাইরাস থেকে নাজাত দেয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়।

ওরশ মাহফিলটি ভিডিওতে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *