Qshop App

হযরতুল আল্লামা মুফতী আবু তাইয়্যিব মােহাম্মদ নূর উদ্দিন জংগী সাহেবকৃত “তােহফায়ে লাইলাতুম মােবারাকাহ্” নামক গ্রন্থখানা পাঠ করিয়া খুশী হইলাম। কোরআন সুন্নাহ মােতাবেক বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে লেখক শবে বরাতের গুরুত্ব ও ফাজায়েল এমন সময় প্রকাশ করিয়াছেন, যখন আন্তর্জাতিক অঙ্গণে বাতিলপন্থীরা শবে বরাত ও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিরুদ্ধে লেখনীর মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাইতেছে। অত্র পুস্তিকার মাধ্যমে আল্লাহ জাল্লা শানহু তাবারাকা ওয়া তায়ালা তাঁহার প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উছিলায় এবং আউলিয়ায়ে কেরামের নেক দোয়ার বরকতে সরলপ্রাণ মুসলমানদেরকে রক্ষা করুন, আমিন।

অধ্যক্ষ হাফেজ এম.এ. জলিল। মহাসচিব, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও চেয়ারম্যান, বাংলাদেশ ইসলমী ফ্রন্ট। তাং ১০/০৯/২০০৩

পবিত্র শবে বরাত সম্পর্কে যাবতীয় প্রশ্নোত্তর, মাসআলা-মাসায়েল, শবে বরাতের ইবাদতের নিয়ম কানুন ও নিয়ত সংবলিত কিতাব: “তোহফায়ে লাইলাতুম্ মুবারাকাহ”। কিতাবটি মোবাইলে অথবা কম্পিউটারে পড়তে পারবেন নিম্নে দেয়া লিংক থেকে PDF কপি ডাউনলোড করে।

কিতাবটি মোবাইলে অথবা কম্পিউটারে পড়তে চাইলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:

One thought on “তোহফায়ে লাইলাতুম্ মুবারাকাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *