Qshop App

প্রিয় দেশবাসী, ধর্মপ্রান ঈমানদার ভাই ও অগ্নিগণ, এবং মাদ্রাসা, স্কুল, কলেজ ও ইউনিভারসিটির মুসলিম ছাত্র/ছাত্রীবৃন্দ। আস্সালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ।

আল্লাহ পাক কোরআন শরিফ ছহি শুদ্ধ ভাবে তিলাওয়াত করার জন্য মুসলিম নরনারির উপর ইলূমে কিরাত ও তাজবীদ শিক্ষা করা ফরজ করেছেন। “ওয়ারাত্তিলিল্ কোরআনা তারতীলা” অর্থ তোমরা পবিত্র কোরআন শরীফ ছহি শুদ্ধ করে তারতীলের সাথে (সুস্পষ্ট সুবিন্যস্ত ভাবে) পাঠকর। (আল-কোরআন তিলাওয়াতকারী, প্রতিটি হরফে দশটি পুণ্য, দশটি পাপের ক্ষমা, এবং জান্নাতে দশটি সম্মান লাভ করবেন। ছুবহানাল্লাহ!। কিন্তু অশুদ্ধ তিলাওয়াতকারী গুনাহগার হবেন। হাদিস শরিফে বর্ণিত হয়েছে “ওয়া রুব্বা কারিয়ুল কোরআনি ওয়া কোরআনু ইয়ালআনুহুম”। অর্থ : বহু সংখ্যক তিলাওয়াত কারীকে পবিত্র কুরআন লা’নত বা অভিশাপ করতে থাকে । তাই অশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা শরিয়তে নিষিদ্ধ। অতএব ছহি করে তিলাওয়াত শিক্ষা করা ফরজ। কোরআন যারা শিখেন এবং যারা শিখান তাঁদেরকে হাদিস শরিফে বলা হয়েছে “খাইরুকুম্ মান্ তাআল্লামাল্ কুরআনা ওয়া আল্লামাহু”। অর্থ : তোমাদের মধ্যে তাঁরাই উত্তম যারা কোরআন শরিফ শিখেন, এবং অন্যকে শিখান (আল্ হাদিস) ছহি তিলাওয়াত করতে হলে, সনদ প্রাপ্ত ক্বারির নিকট মশুক এবং ইলূমে তাজবীদ শিক্ষার কোন বিকল্প নেই।

বর্তমানে বাংলাদেশে মাশাআল্লাহ্ কিরাত প্রশিক্ষণের বেশ প্রচলন শুরু হয়েছে। আমাদের বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে মাহে রমাদ্বানে বিভিন্ন মসৃজিদ মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয়, এটা অত্যন্ত ছুওয়াবের কাজ এবং প্রশংসার দাবিদার। কিন্তু অপ্রিয় সত্য হল, কিছু সংখ্যক প্রশিক্ষণ কর্তৃপক্ষের ব্যক্তিগত আইন, আর বেহুদা শর্তারুপ করত: বিষয়টিকে শিক্ষার্থীদের জন্য বনিইসরাইলিদের গাভী জবাই করার মতই কঠিন করে ফেলেছেন। নগত স্বার্থ আর আধিপত্য বিস্তারের অসৎ উদ্দেশ্য তাঁরা ওসব করছেন বলে মনে করা অযৌক্তিক নয়। আল্লাহ পাকের প্রিয় সম্মানী মানুষ যারা পাক কুরআনের শিক্ষার্থী ছাত্র/ছাত্রী! তাঁদের কে রোজাদার অবস্থায় নানাহ হয়রানী করা হয়, এমন কি গরু ছাগলের মত লাঠি পেটা করে থাকেন বলে শুনা গেছে। অসহ্য যন্ত্রনা এবং চাপা ক্ষোভ নিয়ে অশহায় অবস্থায় অনেকেই ওখান থেকে বিদায় হন। ঐ মহলটি এতই হিংসুক যে, তাদের মুরিদ অথবা তাদের দলের খাদেম না হলে তারা মুসলিম সন্তানদের কে কুরআন শিখার সুযোগ থেকে বঞ্চিত করে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন।
খন্নাছ শয়তানের ওয়াছ্ ওয়াছায় যাদের কাল্ব এত অন্ধকার তারা আবার লক্ষ লক্ষ সহজ সরল মুসলমান বাঙ্গালীর কাছে, এক একজন কামেল পীর এমন কি, জামানার কুতুব হিসাবে পরিচিত ! আল্লাহ পাক এরশাদ করেছেন “ওয়ালা ক্বাদ্ ইয়াছ্ ছারনাল কুরআনা লিজিকরি”। অর্থ: আমি পবিত্র কোরআন কে অধ্যয়ন ও বুঝার জন্যই সহজ করে দিয়েছি (আল কোরআন)। আল্লাহ পাক দয়া করে বান্দার জন্য সহজ করেছেন। মুতলাক্ বা শর্তহীনভাবে, অতএব মুক্বাইয়াদ্ বা শর্তযুক্ত করে অমুক পীর তমুক ক্বারীর অনুমতি ব্যতিত, কোরআন তিলাওয়াতের কেন্দ্র বা দারুল ক্বিরাত খোলা যাবে না, এটি হক্কানী আলিম বলতে পারেন না। যারা বলেন এবং যারা ওসব অনুসরণ করেন, তারা কোরআন শিক্ষার পথ সুগমের বিপরিতে কঠিন করে, দ্বীনি শিক্ষাকে বাঁধা গ্রস্থ করতেছেন। তাই সম্মানিত কোরআন শিক্ষার্থীগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, তোমরা দ্বীনি ইল্ম শিক্ষা করার আগে কাহার নিকট শিক্ষা গ্রহণ করতেছ তাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক (রাঃ) কে এক ইহুদী আলেম থেকে দ্বীনী ইমি শিখতে নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন। তাই বধ আকিদার ক্বারী, ও ভুয়া কারী, সনদ বিহীন ক্বারী, প্রতারকদের দারুল কিরাতের শিক্ষার্থী হওয়ার আগে চিন্তা ফিকির করে ভর্তি হবেন।

ধর্মব্যবসার সুযোগ ইসলামে নেই। যাদের সিলসিলায়ে সনদ ভুঁয়া, এমনকি কোন সনদই নাই, তারা ও রমদ্বানে দারুল ক্বিরাত খুলে ব্যবসা শুরু করছেন। (নাউজুবিল্লাহ্ মিন যালিক) তাই সকল শিক্ষার্থী ভাইবোন এবং পবিত্র কোরআনের তালিবুল ইলিম (ছাত্র/ ছাত্রী) গণকে সতর্ক করে বল্‌ছি ছহি আকিদা ও ছহি সনদ ধারী কারী ছাহেবানদের থেকে ইল্‌মে কিরাত ও তাবীদ শিক্ষা গ্রহণ করত: পবিত্র কোরআনের শাফায়াত লাভ করে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে ইহ-পরকালের কামিয়াবী হাসীল করুন। “ইউসুফিয়া দারুস্সুল কোরআন ট্রাষ্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আপনার নিকটস্থ যে কোন কেন্দ্রে ভর্তি হয়ে ছুরাহ জামাত থেকে ছাদিছ ও খুছুছী জামাতে অধ্যয়ন করত: কিরাতের সনদ ও পাগড়ী মুবারক অর্জন করুন। পবিত্র হাদিস শরিফে বর্ণিত রয়েছে: হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলিম অর্জন করেছে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় : (অর্থাৎ পরকালের জান্নাত লাভ করা যায়) সে উহা দুনিয়ার স্বার্থ, টাকা পয়সা ও পার্থিব সম্পদ লাভের উদ্দেশ্যেই উহা শিক্ষা করে।
(এবং দুনিয়া লাভের জন্য কাজে লাগায় ওয়াজ ও নছিহত কোরআন খতম, ক্বিরাত প্রশিক্ষণ ইত্যাদি ধর্মের কাজকে চুক্তি করে ব্যবসা বানায় ) সে (জান্নাত তো দুরে থাক) জান্নাতের সুগন্ধ ও পাবে না। (আবুদাউদ শরিফ হাদিস নং ৩৬৬৬, ইবনুমাজাহ, বায়হাকী আমদ) হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ তোমরা আল্লাহর কাছে “জুব্বুল হুঝুন” থেকে পানাহ চাও! সাহাবীগন আরজ করলেন ইয়া রাসুলাল্লাহ ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) “জুব্বুল “হুঝুন” কি ? তিনি বললেন জাহান্নামের একটি গর্ত যেটা থেকে বাঁচার জন্য জাহান্নাম নিজেই প্রতিদিন চার শত বার পানাহ্ চায়। সাহাবীগণ পুনরায় প্রশ্ন করেন ইয়া রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঐ খানে কারা প্রবেশ করবে? তিনি বলেন এটা তৈরি করা হয়েছে ঐ সমস্থ ক্বারীদের জন্য যারা লোক দেখানোর জন্য আমল করে ( অর্থাৎ মানুষের মন জয় করে দুনিয়া হাসিলের জন্য সুন্দর করে কুরআন পড়ে) এক কথায় নিয়ত দুনিয়ার স্বার্থ। নিশ্চয়ই আল্লাহ তায়ালার নিকট সব চাইতে নিকৃষ্ট কারী হল তারা যারা রাজা বাদশার (ধনি আমির ও নেতার পিছে পিছে দুনিয়ার লোভে ঘোরে) নিকট গমন করে। (ইবনু মাজাহ্ হাদিস নং-২৫৬, তিরমিযি, বুখারী ফিত্তারীখ) হযরত আনাছ (রা:) হতে বর্ণিত তিনি বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন “ওয়াইলুল্ লিউম্মাতি মিন্ উলামাইছ্ ছুইল্লাজিনা ইয়াত্তাখিজুনা হাজাল ইমি তিজারাতান্ ইউবাইউনাহা মিন্ উমারাই জামানিহিম্ রিহালল্ি আনফুছিহিম্ লাআবরাহাল্লাহু তিজারাতুহুম” (দায়লামী হাদিস নং-৭১৫৪, কানজুল উম্মাল হাকিম) অর্থঃ এই উম্মতের নিকৃষ্ট আলেমগণের জন্য ধ্বংস! যারা এই দ্বীনি ইলিমকে ব্যবসা বানায়। এই দ্বীনি ইলিম্‌কে তাদের আমির উমরাহ্ অর্থাৎ নেতা নেত্রীদের নিকট নগদ স্বার্থে বিক্রি করে। আল্লাহপাক তাদের ঐ অবৈধ ব্যবসায় কোন লাভ দিবেন না। (দায়লামি শরীফ, হাদিস নং-৭১৫৪, কানযুল উম্মাল, হাকীম)।

সম্মানিত পাক কালামের শিক্ষার্থী দুনিয়ার উত্তম মানুষগণ! আপনারা আসন্ন মাহে রমাদ্বানে “ইউসুফীয়া দারসুল কোরআন ট্রাষ্ট বাংলাদেশের অধীনস্থ, আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে পবিত্র কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ গ্রহণ করুন।
ইলমে তাজবীদের অনন্য গ্রন্থ “ মিছবাহুল আমান ফী তিলাওয়াতিল কোরআন”(আরবী বাংলা) অধ্যয়ন করুন এবং ক্বিরাত ও তাজবীদের সনদ অর্জন করুন।

এছাড়াও পাঠকদের শিক্ষার সুবিধার্থে একটি সহজ তাজবিদ শিক্ষা ক্লাসের ভিডিও দিয়ে দিচ্ছি:

সহীহ কোরআন শিক্ষা পর্ব ১
সহীহ কোরআন শিক্ষা পর্ব ২
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৩
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৪
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৫
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৬
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৭
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৮
সহীহ কোরআন শিক্ষা পর্ব ৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *