Qshop App

শোহাদায়ে কারবালা স্বরণে দারুল ইরফান গাউছিয়া খানকা শরীফ ও জামেয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসার উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শানে আহলে বায়েত কনফারেন্স ২০২০। বিশ্ব নন্দিত ইসলামী চিন্তাবিদ মূর্শিদে বরহক আল্লামা নূর উদ্দিন যাংগী (মাঃ জিঃ আঃ) এর সভাপতিত্বে এবং মাওলানা ডাঃ মাসুম বিল্লাহ ও মাওলানা ফখরুদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে হবিগঞ্জ জেলার মাসলাকে আলা হযরতের বহু উলামা ও পীর মশায়েখ উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আবু সাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ। বিশেষ আলোচক খান্দুরা দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ জিয়াউল কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মুবাশ্বির উদ্দিন, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আবু তৈয়ব মুজাহিদী, মাওলানা রমজান আলী বেলালি, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন জিহাদী, মাওলানা শাহ আলম, মাওলানা রুকন উদ্দিন আশরাফি, মাওলানা অলিউর রহমান, মাওলানা ক্বারী ইমদাদ উল্লাহ, হাফিজ মাওলানা মুছাব্বির হোসেন, মাওলানা বেলাল আত্বারী, মাওলানা বায়েজিদ আহমদ, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ মাওলানা হাফেজ জাকারিয়া, মাওলানা সেলিম প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহেবজাদা ক্বারী নূর মুহাম্মদ ইমরান। সভাপতির ভাষনে আল্লামা নূর উদ্দিন যাংগী (মাঃ জিঃ আঃ) বলেছেন, মহররমে বুক ছাপরানো আর নাচানাচি এইসব পথভ্রষ্ট বাতিল ফের্কা শিয়াদের কাজ। উক্ত কনফারেন্সে বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। খান্দুরা দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ জিয়াউল কামাল মুনাজাত পরিচালনা করেন ও প্রতি বছর আশুরার তাৎপর্য ও শানে আহলে বায়েত মাহফিল চালিয়ে যাওয়ার জন্য সকলের কাছ থেকে অঙ্গিকার আদায় করেন। পরিশেষে তবারক বিতরনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *