Qshop App

জামেয়া নুর-ই আহমদীয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মাদ্রাসায় আয়ােজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ অধ্যক্ষ মুফতি এটিএম নুর উদ্দিন যাংগী। এতে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের গদিনশিন পীর আওলাদে রাসুল হাফেজ মাওলানা সৈয়দ জিয়াউল কামাল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ওয়েবসাইট গবেষক ও ইউসুফিয়া দারছুল কোরআন ট্রাস্টের মহাসচিব মাওলানা নুর আহমদ ইহছানুল করিম আল ফয়সল। বক্তব্য রাখেন ম্যানেজার চান মিয়া, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ; আরবী শিক্ষক মাওলানা নােমান আহমদ, ইংরেজী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বেলাল রেজা আত্বারী, দৈনিক লােকালয় বার্তার স্টাফ রিপাের্টার শেখ সৈয়দুর রহমান সাইদুর, অভিভাবকদের পক্ষে মাওলানা মুজিবুর রহমান, আব্দুল কাইয়ুম, আমজাদ হােসেন, হাজী মারাজ মিয়া প্রমূখ। চট্টগ্রাম ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ও ঢাকা জামেয়া তৈয়বিয়া কাদরিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ এ ধরণের একটি ব্যতিক্রমী মাদ্রাসার কার্যক্রম দেখে প্রশংসা করেন এবং মাদ্রাসাটি ভবিষ্যতে আরাে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তৃতায় আল্লামা অধ্যক্ষ মুফতি নুর উদ্দিন যাংগী বলেন, সঠিক ইসলামী শিক্ষা ব্যতিত কেবল জাগতিক শিক্ষায় প্রকৃত মানুষ তৈরি হয় না। সেজন্য সকলকে সঠিক ইসলামী শিক্ষায় আগ্রহী হতে হবে। পরে বিভিন্ন শ্রেণীতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। মাদ্রাসায় শতভাগ সাফল্য এবং ২৩টি গােল্ডেন এ প্লাস, ১১টি এ প্লাস এসেছে। এছাড়াও অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে শতভাগ সাফল্য অর্জন হয়েছে জামেয়া নুর-ই আহমদীয়া সুন্নীয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসায়। মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *