Qshop App

পবিত্র আখেরী চাহার সুমবাহ উপলক্ষে গত ২৩ শে অক্টোবর বুধবার ঐতিহ্যবাহি জামেয়া নূর-ই-আহমদিয়া সুন্নিয়া ইন্টার ন্যাশনাল দাখিল মাদ্রাসা ইনাতাবাদে,

১০১তম উরসে আলা হযরত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা নোমান আহমদ এর পরিচালনায় এবং আল্লামা নূর উদ্দিন যাংগীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল হবিগঞ্জ জেলার প্রখ্যাত সুন্নী উলামা, মাশায়েক বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আল্লামা নূর উদ্দিন যাংগী ভোলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাংলার ১৬ কোটি মুসলমান সহ যারা বিশ্বের দেড়শত মুসলিমের হৃদয়ে আঘাতকারী যে কেহই হোক তার ফাসি দাবী করেন। তিনি বলেন, চৌদ্দশত হিজরীর মুজাদ্দিদ আল হযরত ইমাম আহমদ রেজা খান (রঃ) এর জীবনাদর্শী বিষয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ট মুসলিম ইউনিভার্সিটিতে মিশর জামে আজহারে পি.এইচ.ডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। আর ছাহাবায়ে কিরম গণ ছুফর মাসের শেষ বুধবারে নবীজিকে সাময়িক সময় সুস্থ দেখে খুশি হন এবং কেউ দশ হাজার, কেউ পাচ হাজার দিরহাম কেউ একশত উঠ ইত্যাদি ছাদকাহ করেন।

তখন থেকেই এই দিনটি আখেরী চাহার সুমবাহ নামে অতি মুবারক দিন হিসেবে গন্য হয়ে যায়। ছাহাবাদের আমল ঈমানই সঠিক এবং সুন্নাত। এতে আরও বক্তব্য রাখেন, খান্দুরা দরবার শরীফের পীর হাফিজ মাওলানা সৈয়দ জিয়াউল হক কামাল, মুফতি আশরাফুল ওয়াদুদ, অধ্যক্ষ মুফতি শেখ নজরুল ইসলাম, সিদ্দিকী মাওলানা মুবাশ্বির উদ্দিন আল কাদরী, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বায়েজিদ আহমদ, মাওলানা সোহাগ আহমদ, মাওলানা ইমদাদ উল্লাহ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা বেলাল রেজা আত্তারী, মাওলানা শাহ আলম, মাওলানা ওলিউর রহমান, মোঃ হাসান আহমদ, এম.এ. ক্বারী মেরাজ মিয়া, মাওলানা হাফিজ ওলিউল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আজিজুল হক প্রমূখ। গিয়ারভী শরীফ, খতমে ক্বাদরিয়া, খতমে কুরআন, মিলাদ শরীফ, নাজাত শরীফ, জিগির আযগার, ও বিশ্বের নিপীড়িত মজলুম ঈসলামের জন্য মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *