Qshop App

প্রেস বিজ্ঞপ্তি \

আলা হযরত কাউন্সিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় স্থানীয় ঐতিহ্যবাহি জামেয়া নূর-ই  আহমদিয়া সুন্নীয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসার ক্যাম্পাসে হযরতুল আল্লামা অধ্যক্ষ শাইখ আবু তাইয়্যিব
নূর উদ্দিন যাংগী’র সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও গঠনতন্ত্রের কাঠামো অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। এতে প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ এম এ রবকে প্রধান উপদেষ্টা, খান্দুরা দরবার শরীফের পীর সাহেব হাফিজ আলহাজ্ব সৈয়দ জিয়াউল কামাল, ঢাকা হাইকোর্টের এডভোকেট সমুজ আলী চৌধুরী ও ডাঃ আহমদুর রহমান আবদালকে উপদেষ্টা করা হয়েছে। কমিটিতে অধ্যক্ষ শাইখ এটিএম নূর উদ্দিন যাংগী নকশবন্দী আলকাদরী রেজভীকে সভাপতি, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে সহ-সভাপতি, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীকে মহাসচিব, মাওলানা আবু তাইয়্যিব মুজাহিদী ও মাওলানা নোমান আহমদকে যুগ্ম-মহাসচিব, অধ্যক্ষ মুফতি খাইরুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জহিরুল ইসলাম ও সুপ্রিম কোর্টের এডভোকেট মুহিত মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক, চাঁন মিয়াকে অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ শহীদকে সহ-অর্থ সম্পাদক, মাওলানা আঃ আহাদকে প্রচার সম্পাদক, মাওলানা সোহাগ আহমদকে সাহিত্য সম্পাদক, মুফতি আবুল কালাম আজাদকে সমাজ কল্যান সম্পাদক, এডভোকেট সমুজ আলী চৌধুরীকে দপ্তর সম্পাদক, মুফতি ফজলুর রহমানকে সহ-দপ্তর সম্পাদক, জামেয়া নূর-ই মাদ্রাসার সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমানকে অফিস সম্পাদক, মাওলানা ফখরুদ্দিন ও মাওলানা মুজিবুর রহমানকে সহ-সমাজ কল্যান সম্পাদক, ছাহেবজাদা কারী নূর মোহাম্মদ ইমরানকে সহ-অফিস সম্পাদক, হাসান চৌধুরীকে প্রকাশনা সম্পাদক ও মাওলানা মুবাশ্বির উদ্দিনকে সহ-প্রকাশনা সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *