Qshop App

বিগত ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ইশা, ঐতিহ্যবাহী জামেয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারনেশনাল দাখিল মাদরাসা ও ইমাম হুসাইন (রা:) ও ইমাম আহমদ রেজা খান (র:) সুন্নী মিশন, বাংলাদেশ এর উদ্দ্যোগে অলিকুল শিরোমনি সুফী সম্রাট, হযরত বড়পীর গাউসুল আজম আব্দুল ক্বাদির জিলানী মাহবুবে সুবহানী (র:) এ পবিত্র ওফাত দিবস ১৭ই রবিউস সানী পবিত্র ফাতিহা-ই ইয়াজদহম অনুষ্টিত হয়েছে।

উপরোক্ত সুন্নী মিশন সভাপতি, বিশ্ববরেণ্য মুফতিয়ে আজম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ, মুর্শিদে বরহক্ব হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি এ টি এম নূরউদ্দিন যাংগী, নকশবন্দী আলক্বাদরি রেজভী (মা: জি: আ:) হবিগঞ্জী এর সভাপতিত্বে ও জামেয়ার আরবী শিক্ষক ও নাজিম মাওঃ নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন
ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের গদিনশিন পীর, হযরত মাওলানা সৈয়দ হাফেজ জিয়াউল কামাল (যাকারিয়া সাহেব),মহা সচিব, উক্ত সুন্নি মিশন, বাংলাদেশ। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য দেন, বিশ্ববিখ্যাত দন্ত চিকিৎসক, বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি, হবিগঞ্জ শহর উন্নয়ন পরিষদ এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আব্দুর রব সাহেব, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ছাহেবজাদা মাওলানা নূর আহমদ ইহসানুল করিম আল ফয়সল, ওয়েব সিকিউরিটি রিসার্চার Synac কোম্পানি, আমেরিকা ও আন্তর্জাতিক সহ-সাধারণ সম্পাদক উক্ত সুন্নি মিশন, বাংলাদেশ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উক্ত মিশনের সহ-সভাপতি, জনাব, মোঃ গোলাম জিলানী (শ্যামল চৌধুরী), মৌলভীবাজার। ওয়াজিনে কেরাম উপস্থিত ছিলেন যথাক্রমে, মাওঃ ফরিদ উদ্দিন মাসউদ সহ সভাপতি। মাওঃ জহিরুল ইসলাম, যুগ্ন মহাসচিব। মাওঃ দিলোয়ার হোসেন জিহাদী, যুগ্ন মহাসচিব। ম্যানেজার চান মিয়া, সাংঘটনিক সম্পাদক। মাওঃ ডাঃ মাসুম বিল্লাহ, যুগ্ন সাংঘটনিক সম্পাদক।

মাওঃ ফখরুদ্দীন যুগ্ন সাধারণ সম্পাদক। হাফিজ মাওঃ মোছাব্বির হোসাইন, অর্থ সম্পাদক। মাওঃ সোহাগ আহমদ, সাহিত্য সম্পাদক। মাওঃ বেলাল রেজা আত্তারী, সমাজ কল্যাণ সম্পাদক। মোঃ বায়েজিদ আহমদ সহ সমাজ কল্যাণ সম্পাদক। ছাহেব জাদা ক্বারী নূর মোহাম্মদ ইমরান, দপ্তর সম্পাদক। মোঃ নাজমুল হাসান শান্ত, সহ দপ্তর সম্পাদক। মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সহ প্রচার সম্পাদক। মোঃ বশির মিয়া, সদস্য। মোঃ কিম্মত আলী, প্রেসিডিয়াম সদস্য। মাওঃ জহিরুল ইসলাম আত্তারী, যুগ্ন সমাজ কল্যাণ সম্পাদক।
হাফিজ মোস্তাক আহমদ সদস্য, হাফিজ শাকিল আহমদ সদস্য, হাফিজ মোস্তফা কামাল সদস্য,মাওঃ মোস্তাক আহমদ সদস্য, মাওঃ আশরাফুল ইসলাম আলকাদেরী, মোঃ কুতুব আলী সদস্য, হাফিজ শামসুল সদস্য, হাফিজ রহমত আলী সদস্য, হাফিজ ইমরান সদস্য, মোঃ মাহফুজ বিল্লাহ সদস্য, মোঃ আছগর আলী সদস্য, মোহাম্মদ নাজমুল হাসান জনি, সদস্য, প্রমুখ।


সভাপতির ভাষণে আল্লামা যাংগী সাহেব বলেন, ফাতেহা-ই ইয়াজদহম শরীফ মাহফিল আহলে সুন্নাতের মহান গুরুত্বপূর্ণ বরকতময় অনুষ্ঠান। কিন্তু দুঃখ জনক হলেও সত্য, নামধারী গোলাপী সুন্নিগন তাদের পীরের ওফাত দিবসের ইছালে সওয়াব বারোমাস পালন করেন, এমনকি ১২ই রবিউল আওয়ালেও ঐসব কর্মকান্ডই বলে দেয় ওরা সত্যই গোলাবী, আসল সুন্নী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *