Qshop App

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিগত ১৭ রামাদ্বান বিকাল ৩ টায় ইউসুফিয়া দারসুল কোরআন ট্রাষ্ট বাংলাদেশ এর প্রধান কেন্দ্র হবিগঞ্জ ইনাতাবাদ জামেয়া নূর-ই-আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ট্রাষ্টের প্রতিষ্ঠাতা বিশ্বনন্দিত মুফতিয়ে আযম আল্লামা অধ্যক্ষ আবু তাইয়িব মোঃ নূর উদ্দিন জংগী নকশেবন্দি আল ক্বাদেরী-এর সভাপতিত্বে ও অত্র কেন্দ্রের নাজিমে আলা মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের পরিচালনায় উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন দেশ বরেন্য সুন্নি উলামা ও জনপ্রতিনিধি এবং বিশিষ্ট গুণিজন। বক্তব্য রাখেন মুফতি আবু ছাফওয়ান মোঃ আশরাফুল ওয়াদুুদ, হবিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান আউয়াল, অধ্যক্ষ মুফতি শেখ নজরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা কাজী এমএ করিম, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম মাওলানা শাহ আলম, প্রাত্তন সেনা অফিসার কিম্মত আলী, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব নুর উদ্দিন, ম্যানেজার মোঃ চান মিয়া, মাওলানা ক্বারী নোমান আহমদ, মাওলানা ক্বারী হাবিবুর রহমান, মাওলানা ক্বারী বাইজিদ আহমদ, মাওলানা ইমদাদ উল্লা, মাওলানা ক্বারী সোহাগ আহমদ, মাওলানা বেলাল রেজা আত্তারী, মাওলানা সাইফুল ইসলাম, ক্বারী অলি উল্লাহ, ক্বারী মাহমুদুল হাসান, ক্বারী হাফিজুর রহমান, ক্বারী জুয়েল খান, ক্বারী নুর মোহাম্মদ ইমরান, মোঃ শওকত আলী, জিয়া উদ্দিন, আব্দুল কদ্দুস, মোঃ বাবর আলী প্রমুখ। বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল বলেন, আল্লামা জংগী সাহেব হুজুরের প্রতিষ্ঠিত জামেয়া মাদ্রাসাটি সুন্নিয়তের ঝান্ডা হিসেবে এ দেশে ইসলামের কাজ করবে। বক্তাগন বদর দিবসের মহান শিক্ষা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে শক্তি জবান দিয়ে প্রতিবাদের কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে আল্লামা নুর উদ্দিন জংগী বলেন, আত্মশুদ্ধির জনই রোযা ফরজ করা হয়েছে। অন্তর থেকে বদ আক্বিদা হিংসা, লোভ-লালসা, অহংকার, ক্রুধ, যৌন কামনা ইত্যাদি পশুর অভ্যাস গুলোকে সিয়াম সাধনার মাধ্যমে দূরীবুত করতে হবে। অন্যথায় রোজা না হয়ে কেবল উপবাস থাকার কোন সওয়াব হবেনা। সকল মুসলমান নর-নারীকে রোজার মাধ্যমে হিংসা, বিদ্বেষ ও বদ আক্বিদা ত্যাগ করে প্রকৃত রোজা রাখার আহ্বান করেন। উক্ত মাহফিলে খতমে খাজেগান দোয়া ইউনুছ, মিলাদ মাহফিল শেষে মোনাজাত ও ইফতার শেষে সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *