Qshop App

ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আওলাদে রাসুল আলহাজ্ব সৈয়দ ওমর পীর সাহেবের সভাপতিত্বে এবং গদ্দীনিশীন পীর সৈয়দ সুহেল আব্দাল এর পরিচালনায় আন্তর্জাতিক তরিক্বত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করেন ইমাম হুসাইন (রাঃ) ও ইমাম আহমদ রেজা খান (রঃ) সুন্নী মিশন বাংলাদেশ এর সভাপতি বিশ্ব নন্দিত মুনাজিরে আযম, বহু দেশ ভ্রমণকারী, বহু গ্রন্থ প্রনেতা, বহু মাদ্রাসা মসজিদ ও খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি আল্লামা এমটিএম নুরউদ্দিন যাংগী নকশেবন্দী আল-ক্বাদরী রেজভী। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করেন মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীসহ অসংখ্য ওলামা মাশায়েখগণ।

আল্লামা নুরউদ্দিন যাংগী তার ভাষনে বলেন, ওয়াহাবীরা যেভাবে বাংলাদেশকে তছনছ করছে ক্ষমতাশীন সরকার যদি তাৎক্ষণিক তাদেরকে প্রতিহত না করে তবে এ দেশটা তালেবান অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলার আশংকা উড়িয়ে দেয়া যায় না।

ত্বরিকত সম্মেলনে নূর উদ্দিন যাংগী সাহেবের বক্তব্য ভিডিও:

আন্তর্জাতিক তরিক্বত সম্মেলনে আল্লামা নুরউদ্দিন যাংগী ॥ পার্ট 1
আন্তর্জাতিক তরিক্বত সম্মেলনে আল্লামা নুরউদ্দিন যাংগী ॥ পার্ট ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *