Qshop App

অধ্যক্ষ আল্লামা এটিএম নুর উদ্দিন জংগী বলেছেন, পৃথিবী জুড়ে মানুষে মানুষে হানাহানী বন্ধ করে ইনসানিয়াত তথা মানবতা ও শান্তির একমাত্র পথ হল পবিত্র কোরআন শিক্ষা ও নবী ওলির মহান আদর্শ শিক্ষা দেয়া। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় জামেয়া নুর-ই আহমদিয়া মাল্টিলিং গুয়াল (বহুমূখী) ইন্টার ন্যাশনাল সুন্নিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও আজিমুশ্মান মিলাদ মাহফিলে সভপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খান্দুরা দরবার শরীফের গদিনিশিন পীর মাওলানা সৈয়দ জিয়াউল, খান্দুরা দরবার শরীফের কামাল, হবিগঞ্জ সদর থানার এস.আই আব্দুল খাদের জিলানী, মাওলানা কাজী আব্দুর করিম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মহিউদ্দিন নুরী, আব্দুল কাইয়ুম, মাওলানা হাবিবু রহমান, শিক্ষক মাওলানা বায়েজিদ আহমদ, শিক্ষক মাওলানা সোহাগ আহমদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নোমান আহমেদ ও মাওলানা ইব্রাহীম খলিল। পরে মোনাজাত ও তাবারুক বিতরনের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি অধ্যক্ষ আল্লামা এটিএম নুর উদ্দিন জংগী।

উল্লেখ্য, হবিগঞ্জে নব প্রতিষ্ঠিত জামেয়া নুর-ই আহমদিয়া মাল্টিলিং গুয়াল (বহুমূখী) ইন্টার ন্যাশনাল সুন্নিয়া মাদরাসা প্রথম বছরেই জেডিসি, সমাপনী ও প্লে থেকে ৭ম শ্রেনী এ প্লাসসহ শতভাগ সফলতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *