Qshop App

প্রেস বিজ্ঞপ্তি \

গত রবিবার (১২ জুন) আলা হযরত কাউন্সিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দারুল ইরফান কাদেরিয়া দরবার শরীফ, ইনাতাবাদে উক্ত সংগঠনের সভাপতি আল্লামা অধ্যক্ষ মুফতি এটিএম নুর উদ্দিন যাংগী নকশেবন্দি রেজভী আল ক্বাদরীর সভাপতিত্বে এবং

উক্ত সংগঠনের যুগ্ম-মহা সচিব মাওলানা নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা আবু তাইয়্যিব মুজাহিদী, মাওলানা জহিরুল ইসলাম আল ক্বাদরী, মাওলানা দেলোয়ার হোসেন জিহাদী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, ছাহেব জাদা মাওলানা নুর মোহাম্মদ ইমরান, মাওলানা ক্বারী নাজমুল হাসান, আন্তর্জাতিক মানের হাফিজ ও ক্বারী মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রমূখ। এতে উপস্থিত ছিলেন ইউসুফিয়া দারসুল কোরআন ইন্টার ন্যাশনাল ট্রাস্টের মহা-সচিব ও বাংলাদেশ  আলা হযরত কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার আন্তর্জাতিক সম্পাদক বড় ছাহেব জাদা ওয়েব রিচার্জার মাওলানা নূর আহমদ ইহছানুল করিম আল ফয়সল, ইউকে, বাংলাদেশ আলা হযরত কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য, ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাই, প্রেসিডিয়াম সদস্য ও এলাকার বিশিষ্ট মুরুব্বী মোহাম্মদ আলী আল ক্বাদরী, মোহাম্মদ বজলু মিয়া, মোহাম্মদ আদম আলী, মোহাম্মদ আব্দুল মজিদসহ আরো অনেক।

প্রতিবাদ সভায় বক্তাগন ভারতের উগ্র হিন্দুত্ব বাদি মোদি সরকার ও জাহান্নামের কুকুরী, নষ্টা, বেশ্যা, নুপুর শয়তানসহ সকল খোদা দ্রোহী কাফের মুর্তাদদের প্রকাশ্যে শীরচ্ছেদ করার দাবী জানান। সভাপতির ভাষণে আল্লামা নুর উদ্দিন যাংগী বলেন, স্বাধীনতার প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ৬ দফার মধ্যে ধর্ম নিরপেক্ষতা, মর্যাদা ও অধিকার ক্ষমতাসিন সরকার রক্ষা করতে ব্যার্থ হয়েছে। তিনি দুঃখ করে বলেন, আজ বঙ্গবন্ধু জীবিত থাকলে ভারতের হিন্দুত্ব বাদি মোদি সরকার আর তার চেলা-চামন্ডরা এত স্পর্ধা দেখাবার দুঃসাহস পেত না। মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জীবিত থাকলে প্রিয় নবী (সাঃ) ও তার প্রিয় পত্নী উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)’র শানে এত বড় আঘাত অবশ্যই সহ্য করতেন না। আজ বিশ্ব মুসলিম উত্তপ্ত। নবী প্রেমিকরা জিহাদের জন্য জান প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আফসোসের বিষয় আমাদের ক্ষমতাসিন সরকারের মনে কোন ব্যাথা আছে বলে বুঝা যাচ্ছে না কেন ?

১৮ কোটি মুসলমানের প্রানের দাবী অবশ্যই সরকারকে মানতে হবে। সংসদে দোষীদের গ্রেফতার, ফাসি এবং নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। অন্যতায় বাঙ্গালী মুসলিম জাতি বিশ্বের দেড়শত কোটি মুসলিম জাতির কণ্ঠ মিলিয়ে ভারত ও ইসরাইলের বিরুদ্ধে ময়দানে আমরা জিহাদ চালিয়ে যাব, ইনশাআল্লাহ’। পরিশেষে পবিত্র গিয়ারভী শরীফ, মিলাদ শরীফ ও তাবারুক বিতরণ এবং বিশ্ব মুসলিম, বিশেষ করে ভারত ও ফিলিস্তিনের মজলুম অসহায় মুসলিম নর-নারী ও নিস্পাপ শিশুদের জন্য বিশেষ ভাবে মোনাজাত করা হয়।

সভার লাইভ ভিডিও দেখুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *