Qshop App

১০ রমাদ্বান বুধবার সোয়াইয়া গুলজারে মদিনা সুন্নী কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র গিয়ারভী শরিফ ও রমাদ্বানের তাৎপর্য এবং  পবিত্র কুরআন ছহি করে তিলাওয়াতের মহত্ত্ব-গুরুত্ব আলোচনা উপলক্ষে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা এটিএম নূরউদ্দিন জংগীর সভাপতিত্বে এবং মাওলানা শেখ মোঃ নজরুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় উক্ত মাহফিলে বক্তব্য রাখেন, তাইয়্যিবিয়া ক্বারী সোসাইটির নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলার আহবায়ক অধ্যক্ষ ডাঃ এস.এম সারওয়ার, মাওঃ ক্বারী মুবাশ্বির উদ্দিন আহমদ, মাওলানা ক্বারী আবু তাহের, মাওলানা মকসুদুর রহমান, মাওলানা হাফিজ সাঈদুর রহমান, হাফিজ ক্বারী আঃ আউয়াল, হাফিজ ক্বারী আঃ ওয়াদুদ, ক্বারী মোহাম্মদ ইমদাদ উল্লাহ, ক্বারী মোঃ জুয়েল আহমদ, মাওলানা ওলিউল্লাহ, হাফিজ ক্বারী আঃ রহিম, মাওলানা আঃ ওয়াহাব নঈমী প্রমুখ।  ইফতার মাহফিলে এটিএম নুরউদ্দিন জঙ্গী বলেন, ওযু গোসলে শরীরের ময়লা দুর হয়, কিন্তু অন্তরের ময়লা দুর হয় সিয়াম সাধনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *