Qshop App

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল (এম.এ.) মাদ্রাসার দাখিল ব্যাচ-২০১৯ শিক্ষার্থীদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ মূলক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

দাখিল ব্যাচ-১৯ এর শিক্ষার্থী হাফেজ নাজমুল হাসানের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয় এই ভার্চুয়াল অনুষ্ঠান। ছাত্রদের পক্ষ থেকে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, মোঃ নাজমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল (এম.এ.) মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মুফতি হাফিজ আহমেদ নিজামী শাফি, ইংরেজি প্রভাষক জনাব আব্দুল মালেক, রসায়ন বিভাগের লেকচারার জনাব গোলাম কিবরিয়া তোফায়েল, পদার্থ বিজ্ঞান বিভাগের লেকচারার জনাব রাজেন্দ্র চন্দ্র দাস এবং দাখিল স্তরের গণিত শিক্ষক জনাব রহমত আলী স্যার।

এসময় বক্তারা বলেন, এই মাদ্রাসার সঙ্গে দাখিল ব্যাচ-২০১৯ এর শিক্ষার্থীদের অনেক গুলো উজ্জ্বলময় স্মৃতি বিজড়িত রয়েছে। এই ব্যাচের মধ্যে ছিল একঝাঁক মেধাবী শিক্ষার্থী। মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের উপস্থিতি ছিল দৃষ্টান্তজনক। এসময় শিক্ষকরা তাদের আগামী পড়াশোনার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং মোটিভেশন মূলক বিভিন্ন গল্প বলে উজ্জীবিত করেন।

"পবিত্র কোরআন ও তাজবিদ শিক্ষা করুন"

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষথেকে বক্তব্য রাখেন, গোলাম শাফিউল আলম মাহিন, সৈয়দ রিদওয়ান আহমেদ রিফাত, মোঃ ইব্রাহিমসহ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ ইমরান, সৈয়দ মাসুদুল ইসলাম রাফিদ, কাউসার আহমেদ সাব্বির, হাফিজ তাহসিন, হাফেজ শাহীন, মোঃ এনামুল, মোঃ হৃদয়, ইকবাল হোসেন, রিদওয়ান আহমেদ খান, তানজুমান শুভা সহ প্রমুখ।

পরিশেষে সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সকলের সুস্থতা কামনায় মুনাজাত করেন আল্লামা মুফতি হাফেজ আহমেদ নিজামী শাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *