Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
ইউসুফিয়া দারসুল কোরআন ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মুফতিয়ে আজম হযরতুল আল্লামা নূর উদ্দিন জংগী নক্শবন্দী আলক্বাদরী (মাঃ জিঃ আঃ)’-এর সংক্ষিপ্ত সফরে লন্ডন গমন করবেন। এ উপলক্ষে ইউসুফিয়া তাইয়্যিবিয়া ক্বারী সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দারুল ইরফান ক্বাদরীয়া খানক্বাহ শরীফে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ইউসুফিয়া তাইয়্যিবিয়া ক্বারী সোসাইটি বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী মোঃ নজরুল ইসলাম বিন জাফরের সভাপতিত্বে ও মাওঃ ক্বারী মোঃ আতাউর রহমানের পরিচালানায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ব্যক্তি, উক্ত ক্বারী সোসাইটির প্রতিষ্ঠাতা ও আহলে সুন্নাতওয়াল জামাত ঐক্যপরিষদের আহব্বায়ক আল্লামা মুফতি অধ্যক্ষ এটিএম নূর উদ্দিন জংগী নক্শবন্দী আলক্বাদরী (মাঃ জিঃ আঃ)। সংর্ধনা সভায় ক্বারী সোসাইটি ও আহলে সুন্নাত ঐক্যপরিষদের সকল নেতৃবৃন্দ ও বিশিষ্ট সুন্নী উলামায়ে কেরাম যথাক্রমে, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, মাওলানা অলিউর রহমান, ক্বারী আবু জাহির, মাওলানা ক্বারী নুরাজ মিয়া, মাওলানা ক্বারী খায়রুল ইসলাম, মাওলানা ক্বারী ইমদাদ উল্লাহ, মাওলানা ক্বারী ফখরুদ্দিন, ক্বারী নূর মোহাম্মদ ইমরান, ক্বারী মোঃ আল আমিন, ক্বারী অলিউর রহমান প্রমূখ। বক্তাগন আল্লামা জংগীর প্রতিষ্ঠিত ক্বিরাত প্রশিক্ষণ বোর্ড এবং ইলমে তাজবীদের কিতাব মিজবাহুল আমান ফি তিলাওয়াতিল কোরআন গ্রন্থের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। আসন্ন মাহে রামাদ্বানে ইউসুফিয়া দারসুল কোরআন ট্রাস্টের অধীনে ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে অভিমত প্রকাশ করেন। পরিশেষে মিলাদ মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহ বিশেষ করে হুজুর ক্বিবলার দীর্ঘায়ু ও লন্ডন সফর ও সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সময় স্বল্পতার কারণে সকলের সাথে যোগাযোগ করতে না পারায় হুজুর দুঃখ প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *