Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
ইসলামে পবিত্র ওরস মাহফিলে শরিয়ত সম্মত মুস্তাহাব পূন্যের কাজ। ওরস শরিফের বিরুদ্বে ফতেহবাজ এবং বোমাবাজ করা এবং মাহফিলে গান, বাজনা, সিজদা দেওয়া, ভন্ডামী করাসহ সবই পথ ভ্রষ্টদের কাজ। বিগত ২৩ জানুয়ারী রোজ বুধবার, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের সহ পবিত্র ওরস মুবারক অনুষ্ঠিত হয়। দরবারে বর্তমান গদীশিন পীর হাফেজ জিয়াউল হক কামাল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরস মুবারকে দেশের প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ সুন্নি জনতা ও দেশের বরণ্য সুন্নি উলামা মাশায়েক উপস্থিত ছিলেন। পবিত্র ওরস মাহফিলে প্রধান অতিথি হিসেবে আল্লামা নুর উদ্দিন জংগী মুল্যবান দলিল ভিত্তিক তাত্ত্বিক আলোচনা করে বলেন, ওরস ওরস শব্দটা হাদিস শরিফ থেকে সংগৃহিত মোবারক পূর্ন শব্দ এবং জগৎ শ্রেষ্ঠ সকল আওলিয়া গণের ইন্তেকালের তারিখ হয়ে থাকে। নির্দিষ্ট থাকার তারিখ থাকায় মুসলিম দুনিয়ায় কোটি কোটি মুুমিন মুসলমানগণ শতাব্দির পর শতাব্দি এতে শরিক হয়ে ইহ পরকালে ধন্য হয়ে থাকেন। বাংলাদেশের সরকার এবং দেশের নাগরিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ জাতি ধম নির্বিশেষে সকলকে সচেতন থাকার জন্য উদাত্ত আহবান জানান সুন্নিয়তের বীর মুজাহিদদ আশেকে রাসুল পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল মতিন আলকাদরি (রঃ) এর জীবন ও কর্মের বিশেষ আলোচনা হয়। মিলাদ দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *