Qshop App

প্রেস বিজ্ঞপ্তি ॥
ইন্টারন্যাশনাল মডেল সুন্নী মাদ্রাসা জামেয়া নূর-ই আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশ্ব নন্দিত মুফতিয়ে আযম আল্লামা নুর উদ্দিন জংগী নকশেবন্দি আল কাদরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ১৫ নভেম্বর লন্ডন ও তুর্কিস্থান দীর্ঘ দেড়মাস সফর শেষে দেশে প্রত্যাবর্তন করায় গতকাল রবিবার বাদ জোহর শহরের ইনাতাবাদস্থ উক্ত মাদ্রাসায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, তুর্কিস্থানের সংরক্ষিত বিশ্ববিখ্যাত তুফখাফী মিউজিয়ামে নবীজির দাড়ি মুবারক, লাঠি মোবারক, জুতা মোবারক এর নক্শা, আংটি মোবারক, হযরত মুছা (আঃ) লাঠি, হযরত ওমর (রাঃ) এর তরবারী, হযরত আলী (রাঃ) জুলফিকার (তরবারী), মা ফাতেমা (রাঃ) এর জুব্বা মোবারকসহ অসংখ্য মোবারক বস্তু দর্শন করেছেন। এছাড়াও ছাহাবিয়ে রাসুল হযরত আবু আইয়ূব আনসারী (রাঃ), হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ), সুফি সম্রাট আল্লামা মাওলানা জালাল উদ্দিন রুমি (রহঃ) ও তার মুর্শিদ হযরত আল্লামা শামছুদ্দিন তিবরিজি (রহঃ) ও তুর্কি সুলতানদের সাত শত বছর রাজত্বের জলন্ত নিদর্শন ঐতিহাসিক প্যানালমা দর্শন এবং বহুসুন্নী মাহফিলে অংশ গ্রহন, লন্ডনে অনুষ্ঠিত লাইভ প্রোগ্রামে যোগদান করে দেশে ফিরায় মাদ্রাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ফুলেল শুভেচ্ছা গ্রহন কালে আল্লামা নুর উদ্দিন জংগী বলেন, ‘তুর্কিস্থান হল সারা বিশ্বের অগণিত সুন্নী মুসলমান ও অলি আউলিয়া এবং অর্ধ পৃথিবী সাত শত বছর ওসমানী খেলাফতের রাজধানী মহাপূণ্যস্থান। মক্কা-মদিনা, মিসর, লিবিয়া, ইরাক, ইরান, জর্দান, ইউরোপের বুলগেরিযা, হাংগেরীসহ সমগ্র মুসলিম জাহান তথা অর্ধ পৃথিবী তুর্কি সুন্নি সুলতানগন শাসন করেছিলেন। তাঁরা সবাই ছিলেন রাসুল প্রেমিক ধর্মপ্রাণ বাদশাহ, ব্রিটিশ রোমিয়ারা আরবের মানুষকে ষড়যন্ত্রের জালে আটকিয়ে গদীর লোভ দেখিয়ে তুর্কিদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাড়িয়ে ব্রিটিশদের পোষ্য গাদ্দার ইবনে সউদ নজদিদের রাজত্ব কায়েম করে দেয় এবং নাম রাখে সৌদি আরব। সৌদির নজদি বাদশারা ওই সময় থেকেই তাদের বিট্রিশ মুনিব দের পা চাটা গোলামীতে লিপ্ত হয় এবং নবীজির শানে কুফুরি করে থাকে। তুর্কি সুন্নী সুলতানগন যদি ওই সকল মোবারক জিনিসগুলো না নিয়ে যেতেন তাহলে নজদি মুনাফেকরা ওইসব ধ্বংস করে দিত। কারণ পথভ্রষ্ট নজদিরা মূল্যবান স্মৃতিগুলো দেখতে পারতো না। আল্লাহ তাদের হেদায়েত করুন। বিশ্ব মুসলিমের আশার আলো হলেন তুর্কিস্থানের বর্তমান সুলতান হাফেজে কোরআন রজব তাইয়্যিব ইরদোগান। তিনি ৫৭টি মুসলিম রাষ্ট্র প্রদানকে তুরস্কে ঢেকে জেরু জালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষনা করেছেন। অবশ্যই ট্রাম এর আগে একাই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা করেছিলেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *