Qshop App

মোঃ বাচ্চু মিয়া ॥ বাহুবলের ডোবাঐ বাজারের পথ সভায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল, পথসভা ও থানা ঘেরাও করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। রাত ১০টায় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়। জেলা সভাপতি মাওলানা আব্দুল মোহিত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এ ঘটনার জন্য মওদুদীবাদে বিশ্বাসী জামাত-শিবির, তাবলীগ জামাত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের দায়ি করেন। বক্তারা এ ন্যাক্কার জনক ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এ সময় বিক্ষোভকারীরা বেশ কিছু সময় হবিগঞ্জ সদর মডেল থানার প্রধান ফটক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্থ করা হলে অবরোধ তুলে নেয়া হয়। উল্লেখ্য, আগামীকাল শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবিত হবিগঞ্জ শহরে এক মহাসমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল উপজলার ডোবাঐ বাজার্ েএক প্রচার ও পথসভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল্লামা নুর উদ্দীন জঙ্গী। অনুষ্ঠান চলার এক পর্যায়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে পথসভাটি ভন্ডুল করে দেয়। এ ঘটনায় সুন্নী মতাদর্শে বিশ্বাসী জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *