Qshop App

পবিত্র গিয়ারভীশরিফ ও ইফতার মাহফিলে আল্লামা মুফতি নূরউদ্দিন যাংগী।

গত ১১ই রমাদ্বান বুধবার বিকাল ৪টায় ইনাতাবাদ জামেয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল দাখিল মাদ্রাসা ও  ইউসুফিয়া দারসুল কুরআন ইন্যারন্যাশনাল ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র ১১ গিয়ারভীশরিফ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত মুফতিয়ে আযম শাইখ আবু তায়্যিব মোঃ নূর উদ্দিন যাংগী, নকশবন্দী আল কাদরী রেজবী
(মা: জি: আ:) সভাপতি, আলা হযরত কাউন্সিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা হবিগঞ্জ। উক্ত ট্রাষ্টের মহাসচিব, ছাহেব জাদা নূর আহমদ ইহছানুল করিম আল- ফয়ছল ও আলা হযরত কাউন্সিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম মহাসচিব, মাওলানা কারী মোঃ নোমান আহমদের পরিচালনায় মাহে রামাদ্বানের তাৎপর্য ও মছলকে আলা হযরতের আদর্শ সম্পর্র্কে তাত্তি¡ক আলোচনা করেন মাওলানা রমজান আলী বেলালী, মুফতি ফজলুর রহমান, মাওঃ ফরিদ উদ্দিন মাসউদ, মাওঃ মিজানুর রহমান, মাও: হাবিবুর রহমান, মাওঃ জহিরুল ইসলাম।
মাহফিলে উপস্থিত ছিলেন, আলা হযরত কাউন্সিলের মহাসচিব, এডভোকেট মো: মুজিবুর রহমান চৌধুরী  সৈয়দ মুশফিক আহমদ, এডভোকেট শাহ নূর উদ্দিন, ডাক্তার মো: দুলা মিয়া, মো: শাহিন আহমদ, চাঁন মিয়া, ব্যাংক কর্মকর্তা বুরহান উদ্দিন, মাওঃ আঃ হান্নান, মো: আল-আমিন, আঃ শহিদ, আলা হযরত কাউন্সিল, আতাউর রহমান, মাষ্টার মোঃ হুমায়ুন কবির, মো: হারুনুর রশিদ কুলাউড়া, মাওঃ নাজমুল হাসান, ছাহেব জাদা মাওঃ ক্বারী মোঃ নূর মোহাম্মদ আলী আহছান ইমরান, আন্তর্জাতিক মানের হাফিজে কুরআন মোঃ রাকিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবর আলী, মাস্টার জাহিদুল ইসলাম রাজবাড়ী, মাওঃ নুরননবী ঢাকা, এলাকার বিশিষ্ট মুরুব্বী মোহাম্মদ আলী, শামছুদ্দিন আখঞ্জী, মো: আদম আলী, মো: আদম আলী, মো: রজব আলী, জাহাঙ্গীর চৌধুরী, ছনু মিয়া, মো: আব্দুল মজিদ, সানজিদা চৌধুরী, রিনা বেগম, রোমানা রশিদ প্রম‚খ।
সভাপতির বয়ানে আল্লামা যাংগী সাহেব একটি আক্বাইদী মাছলার পবিত্র কুরানের শ্রেষ্ট তাফছির বিশ্ব বিখ্যাত গ্রন্থ গ্রহন যোগ্য তাফছীরে রুহুল মাআনী থেকে সমাধান প্রদান করেন।
আল্লামা যাংগী সাহেব বলেন, যারা কুরআন হাদিসের ফায়ছালা না জেনে মনগড়া অপব্যাখ্যা করে, নবী ওলির শানে কফুরী বক্তব্য প্রদান করে ফেইসবুকে আর ইউটুবে লাফালাফি করে, ওরা নায়েবে নবী আলেম নয় বরং নায়বে শয়তান। আর সুন্নী নামধরে যাঁরা চৌদ্দশত শতাব্দীর মহান মুজাদ্বিদের হাজার কিতাবের লিখক ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজাখান (রা.) এর বিরুদ্ধে কট‚ক্তি করে। ওরা গুলাপী ওয়াহাবী মুনাফিক ছাড়া আর কেউ নয়। তাই দুনিয়ার সকল হক্কানী আলেম উলামাগণ, ওদের এবং পথভ্রষ্ট লামাযাহাবীদের বিরোদ্ধে সুচ্ছার হওয়া ঈমানী দায়িত্ব মনে করে সাধারণ মুসলমানকে ওদের বেইমানী হামলা থেকে সতর্ক করতে হবে। মিলাদ শরিফ পাঠান্তে বিশ্ব মুসলিমদের জন্য কল্যাণ কামনা করে মুনাজাত করে ইফতার শেষে সভার সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *